বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬ ০০:০০ টা
প্রকৃতি

পাখি রক্ষায় গাছে গাছে মাটির হাঁড়ি

মাদারীপুর প্রতিনিধি

পাখি রক্ষায় গাছে গাছে মাটির হাঁড়ি

মাদারীপুরে পাখি রক্ষায় গাছে গাছে বসানো হয়েছে মাটির হাঁড়ি। প্রাকৃতিক দুর্যোগের সময় ঝড়-বৃষ্টি হলে পাখিদের অনেক সমস্যা হয়। এ ছাড়াও বিভিন্ন কারণে পাখিদের বাসস্থানেরও সংকট হচ্ছে। বসবাস সমস্যা হচ্ছে। এসব কথা চিন্তা করে পাখির  নিরাপদ আশ্রয়ের জন্য পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব নেচারের নির্বাহী পরিচালক রাজন মাহমুদ নিজ উদ্যোগে গাছে গাছে হাঁড়ি বসিয়েছেন। রাজন মাহমুদ বলেন, পাখির নিরাপদ আশ্রয়, পাখি রক্ষা ও তাদের ডিম দেওয়ার জন্য হাঁড়িগুলো বসানো হয়েছে। এতে ঝড়, বৃষ্টি, রোদ থেকে পাখিরা বাঁচবে। হাঁড়িগুলোতে ছোট ছোট ছিদ্র করে দেওয়া হয়েছে। এতে বৃষ্টির পানি ঢুকলেও নিচের ছিদ্রগুলো দিয়ে পড়ে যাবে। তা ছাড়া হাঁড়ির দুই দিকে বড় দুটি মুখ রাখা হয়েছে। একদিক দিয়ে পাখি ঢুকলে আবার সোজা অপর মুখ দিয়ে বের হয়ে  যেতে পারবে। এতে করে পাখির হাঁড়ির মধ্যে ঢুকতে ও বের হতে কোনো সমস্যা হবে না। আশা করছি আগামী দুই মাসের মধ্যে শহর ও গ্রামে প্রায় এক হাজার হাঁড়ি বসানো হবে। এতে বিলুপ্তপ্রায় পাখি রক্ষা পাবে। গাছের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রবীণ আইয়ুব আলী মোল্লা বলেন, পাখির প্রতি এমন ভালোবাসা সত্যিই আমাদের অবাক করেছে।

সর্বশেষ খবর