বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬ ০০:০০ টা
কেমন বাজেট চাই

দেশীয় শিল্পের বিকাশে অগ্রাধিকার প্রয়োজন

রুহুল আমিন রাসেল

দেশীয় শিল্পের বিকাশে অগ্রাধিকার প্রয়োজন

মাতলুব আহমাদ

আগামী ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশীয় শিল্পের বিকাশ ও অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনায় সর্বপ্রথম অগ্রাধিকার দাবি করেছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ-শিল্প ও বণিক সমিতি ফেডারেশন—এফবিসিসিআই সভাপতি

আবদুল মাতলুব আহমাদ। নতুন বাজেটে ১৫ শতাংশের পরিবর্তে ৭ শতাংশ হারে মূল্য সংযোজন কর— মূসক বা ভ্যাট নির্ধারণের বাস্তবমুখী পদক্ষেপ চেয়ে তিনি বলেন, আসছে বাজেটে মূলধনী বিনিয়োগ উৎসাহিত করা, সম্পদ ও মূলধন পাচার প্রতিরোধের জন্য অপ্রদর্শিত আয়কে বৈধ করার সুযোগ থাকা উচিত। নতুন অর্থবছরের বাজেট সামনে রেখে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে বাজেটে অগ্রাধিকারের অন্যান্য দিক তুলে ধরে বলেন, পশ্চাত্পদ এলাকা ও অগ্রাধিকারমূলক খাতসমূহে বিশেষ করে বিদ্যুৎ, অবকাঠামো, কোয়ালিটি ম্যানেজমেন্ট, পরিবেশ রক্ষা, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম, কৃষি ও গ্রামীণ শিল্প প্রতিষ্ঠান, ক্ষুদ্র পোলট্রি, হ্যাচারি, দুগ্ধ শিল্প ইত্যাদি রেয়াতি কর ব্যবস্থা অব্যাহত রাখা এবং এসএমই খাতকে প্রণোদনা ও বিকাশের লক্ষ্যে কম কর আরোপ করা প্রয়োজন। নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের মতে, ভবিষ্যৎ রাজস্ব আয়ের উৎস উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগে প্রবাহিত করতে অপ্রদর্শিত আয়কে বৈধতার সুযোগ রাখা উচিত। এতে মূলধনী বিনিয়োগে উৎসাহিত হলে কর্মসংস্থান বাড়বে। শিল্পের সুরক্ষায় পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা বন্ধে লাগসই শুল্ককাঠামো প্রণয়নে সরকারকে পরামর্শ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত করভারে শিল্প-বাণিজ্য খাতের বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্থ হয়। তাই করহার কমিয়ে, করের আওতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির কৌশলগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুন বাজেটে ব্যক্তি-শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা নির্ধারণের দাবি জানিয়ে এফবিসিসিআই সভাপতি আয়কর প্রসঙ্গে বলেন, করদাতাদের হয়রানি লাঘব ও কর প্রদানে উৎসাহিত করতে বাংলায় সহজবোধ্য নতুন কর আইন প্রণয়ন করা হোক। ব্যক্তিগত আয়করের করমুক্ত সীমা ও হারসমূহ আয়কর দাতার জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ করে ব্যক্তিগত করমুক্ত সীমা ও বিদ্যমান আয়করের হার পুনর্নির্ধারণ করা হোক।

সর্বশেষ খবর