শুক্রবার, ২৭ মে, ২০১৬ ০০:০০ টা

আজ মমতার শপথ, ইলিশ পাঠালেন শেখ হাসিনা

কূটনৈতিক প্রতিবেদক

আজ মমতার শপথ, ইলিশ পাঠালেন শেখ হাসিনা

টানা দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া মমতা ব্যানার্জির জন্য ঢাকা থেকে শুভেচ্ছা স্বরূপ পদ্মার ইলিশ ও টাঙ্গাইলের শাড়ি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আছে শুভেচ্ছা জানিয়ে নিজের হাতে লেখা চিঠি। গতকাল রাতেই এই শুভেচ্ছা উপহার নিয়ে কলকাতা পৌঁছেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি আজ দুপুরে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) তারেক মো. আরিফুল ইসলাম কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এই ফ্লাইটেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা স্বরূপ অন্যান্য উপহারের সঙ্গে ইলিশ মাছ ও টাঙ্গাইলের শাড়ি পাঠানো হয়েছে। আজ সকালে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে কলকাতায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহমেদ মমতার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে উপহার সামগ্রী হস্তান্তর করবেন। ঢাকার কর্মকর্তারা উপহারের পরিমাণ নিয়ে মন্তব্য করাকে অসৌজন্যতা বলে মনে করছেন। তবে আনন্দবাজার পত্রিকায় ভুলবশত ২০ কেজি ইলিশের কথা লেখা হয়েছে বলে মনে করছেন তারা। আসলে এটা হবে ২০ বাক্স।  জানা যায়, মমতা ব্যানার্জির শপথ অনুষ্ঠানে  উপস্থিত থাকতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কলকাতা উপদূতাবাসের মাধ্যমে আমন্ত্রণ ঢাকায় পৌঁছানো হয়। কিন্তু পূর্বনির্ধারিত জাপান সফরের কর্মসূচির কারণে সেই আমন্ত্রণ রক্ষা করতে পারেননি।

সর্বশেষ খবর