শনিবার, ২৮ মে, ২০১৬ ০০:০০ টা

কাউন্সিলের দুই মাসেও কমিটি হয়নি, বিএনপিতে পদহীন নেতারা বিব্রত

মাহমুদ আজহার

কাউন্সিলের দুই মাসেও কমিটি হয়নি, বিএনপিতে পদহীন নেতারা বিব্রত

কাউন্সিলের দুই মাস পেরিয়ে গেলেও বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। এ নিয়ে পদহীন নেতারা চরম ‘অস্বস্তিতে’। মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যেও হতাশার ছাপ। থমকে আছে জেলা-উপজেলা পুনর্গঠন প্রক্রিয়াও। অঙ্গসংগঠনগুলোরও একই অবস্থা। দলের প্রভাবশালী অনেক নেতাই নিজের পদবি কী, প্রয়োজনে সে পরিচয় দিতে বা লিখতে গিয়ে বিব্রত হচ্ছেন। ঘোষণা যত বিলম্ব হচ্ছে, টেনশন আর আতঙ্ক সমানতালে বাড়ছে নেতা-কর্মীদের। দলের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি না হওয়ায় সাংগঠনিক কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড, সবকিছুই মন্থর গতিতে চলছে বিএনপিতে। বিএনপির আগের কমিটির যুগ্ম মহাসচিব পর্যায়ের এক নেতা বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘কাউন্সিল শেষ হয়েছে। কিছু পদে নেতাদের নাম ঘোষণা হয়েছে। আমি কোথায়, আমার অবস্থান জানি না। এখন বিএনপির কোনো পদে নেই। সবাই নেতা বলে সম্বোধন করলেও আমি সবার মতোই বিএনপির একজন সাধারণ সদস্য। এটা একদিকে যেমন গর্বের, অন্যদিকে অস্বস্তিরও।’ কয়েক ধাপে বিএনপির আংশিক কমিটি ঘোষিত হয়েছে। মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়েছে। স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকসহ সম্পাদকীয় পদ কিংবা নির্বাহী কমিটি সদস্যের নাম ঘোষণা হয়নি। মন্ত্রণালয়ভিত্তিক উপকমিটির নামও ঘোষণা হয়নি। নির্বাহী কমিটি কত সদস্যের তাও স্পষ্ট নয়। সিনিয়র একাধিক নেতার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারাও স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি। এদিকে এক নেতার এক পদের বিধান চালু হলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কেউই অন্য পদ ছাড়ার ঘোষণা দেননি। তবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বাংলাদেশ প্রতিদিনকে জানান, তিনি চেয়ারপারসনের কাছে ঘোষিত পদ ছাড়া যুবদল সভাপতি ও বিএনপির যুববিষয়ক পদ ছাড়ার লিখিত আবেদন করেছেন। চেয়ারপারসন যখন চাইবেন, তখনই তিনি ওই পদ থেকে সরে যাবেন। ঘোষিত ৪২ জনের প্রায় সবাই একাধিক পদে রয়েছেন। তারা চেয়ারপারসনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। বিএনপির একটি সূত্র জানায়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ৩০ মে। এর আগে কমিটি দেওয়ার সম্ভাবনা খুবই কম। মৃত্যুবার্ষিকীর পরপরই কমিটি ঘোষণা হতে পারে। নইলে ঈদের পর কমিটি হবে। এর আগে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি দেওয়া হতে পারে। এ নিয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তাপ দেখা গেছে। তারা নিয়মিত গুলশান কার্যালয়ে যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের মনোযোগ আকর্ষণে নানা তত্পরতা চালাচ্ছেন। বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, ‘নির্বাহী কমিটি কত সদস্যের হবে, আমরা কিছুই জানি না। সবকিছুই দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাডামকে (বেগম খালেদা জিয়া)। তিনিই সব বলতে পারবেন। আমাদের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনাই তিনি করছেন না। তবে স্থায়ী কমিটি এখনো বহাল থাকলেও এটা নৈতিকতাবিরোধী বলে আমি মনে করি। কারণ, কমিটির চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান, মহাসচিবসহ বেশ কিছু পদে নাম ঘোষণার পর আগের কমিটির কার্যকারিতা আছে বলে মনে হয় না। কমিটি দিতে যতই বিলম্ব হচ্ছে, ততই নেতা-কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে।’ বিএনপির একাধিক নেতা জানান, ঈদের আগে নির্বাহী কমিটি দেওয়ার সম্ভাবনা খুবই কম। বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি লন্ডনে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও কমিটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। ঘোষিত কমিটির বেশ কয়েকজনকে নিয়ে বিতর্ক ওঠায় মা-ছেলে এ ব্যাপারে বেশ সতর্ক। সবার সঙ্গে কথা না বললেও জানা গেছে, নির্ভরযোগ্য কিছু নেতার সঙ্গে কমিটি নিয়ে কথাবার্তাও হচ্ছে তাদের। ঘোষিত আংশিক কমিটির কয়েক নেতাকে নিয়ে প্রশ্ন ছিল খোদ তারেক রহমানেরও। তাই তারেক রহমানকে আস্থায় নিয়েই সামনের সব কমিটির ঘোষণা দেবেন বেগম খালেদা জিয়া। জানা যায়, পদপ্রত্যাশী নেতাদের আচরণেও প্রতিদিনই অস্বস্তিতে পড়ছেন বিএনপি-প্রধান। এ ক্ষেত্রে সিনিয়র নেতাদের আচরণেও বিস্ময় প্রকাশ করেছেন তিনি। গুলশান কার্যালয়ে এসেও পদের জন্য নেতাদের কেউ কেউ অপ্রত্যাশিত আচরণ করছেন। ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপচারিতায় বেগম জিয়া নিজের এ বিব্রতকর পরিস্থিতির কথা একাধিকবার বলেছেন। তিনি বলেছেন, সবাই যেভাবে পদ চাচ্ছে, তাতে এক হাজারবিশিষ্ট কমিটি দিলেও সবার মন রক্ষা করা যাবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ‘চেয়ারপারসন জেলে যাচ্ছেন প্রতিদিন এই খবরটা গণমাধ্যমে আসছে। কিন্তু নেতাদের সিভি (জীবনবৃত্তান্ত) দেওয়া বন্ধ হচ্ছে না। কিছু হওয়ার জন্য, পদের জন্য তদবির থেমে নেই। আজ পর্যন্ত শুনলাম না অমুক নেতার বাসায় বৈঠক হয়েছে, চলমান সংকটে করণীয় নিয়ে। ম্যাডামের কিছু হলে কী করা হবে, সেই আলোচনা নেই। কাকে কী দেবে, সেই আলোচনা হচ্ছে।’

সর্বশেষ খবর