সোমবার, ৩০ মে, ২০১৬ ০০:০০ টা

হুমায়ূনকে নিয়ে স্মৃতিকথা লিখছেন গুলতেকিন

নিউইয়র্ক প্রতিনিধি

জনপ্রিয় উপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী গুলতেকিন খান হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিকথা লিখছেন। তিনি গত ২২ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি বাড়িতে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। গুলতেকিন জানিয়েছেন, এরই মধ্যে তিনি স্মৃতিকথার অর্ধেক লিখেও ফেলেছেন। তিনি বলেন, ‘আমি হুমায়ূনকে নিয়ে স্মৃতিকথামূলক একটি বই লিখছি। প্রায় অর্ধেক লিখে ফেলেছি। লেখার কাজ শেষ হলেই তা বই আকারে বের হবে।’ গুলতেকিন এই সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি তার নিজের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘আজো কেউ হাঁটে অবিরাম’— যেটি গত বছর একুশের বইমেলায় প্রকাশ হয়েছিল— সেটি সম্পর্কেও বলেন। তিনি নিজের আত্মপরিচয় সম্পর্কেও কথা বলেন। গুলতেকিন বলেন, ‘একজন জনপ্রিয় লেখকের স্ত্রী ছিলাম, এই পরিচয়টা কখনো আমাকে উৎসাহিত করেনি। আমি কখন তার জনপ্রিয়তার সুযোগ নেইনি। বিশেষ করে আমি সব সময় নিজের দাদা প্রিন্সিপ্যাল ইব্রাহিম খাঁর নাতনি বলে পরিচয় দিতে পছন্দ করতাম।’

সর্বশেষ খবর