বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

মমতাকে শাড়ি ও কবিতার বই পাঠালেন এরশাদ

কলকাতা প্রতিনিধি

মমতাকে শাড়ি ও কবিতার বই পাঠালেন এরশাদ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ে শুভেচ্ছা জানিয়ে উপহার হিসেবে শাড়ি ও নিজের লেখা কবিতার বই পাঠিয়েছেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

জানা গেছে, দু-এক দিনের মধ্যে এরশাদের পাঠানো এ উপহার তার ভাতিজা আহসান হাবিব পৌঁছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সম্প্রতি আহসান হাবিব বাংলাদেশে গেলে এরশাদ তার হাতে শুভেচ্ছা-বার্তা ও উপহার দিয়ে তা পৌঁছে দিতে বলেন। আহসান হাবিব বলেন, এরশাদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও তার বাল্যবন্ধু প্রয়াত কমল গুহর ছেলে উদয়ন গুহর বিজয়েও শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন। তিনি ওই দুই বিজয়ীর কাছে ইতিমধ্যে উপহার পৌঁছে দিয়েছেন। এবার কলকাতায় গিয়ে আহসান হাবিব উপহার ও শুভেচ্ছা-বার্তা মমতার হাতে পৌঁছে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী শুভেচ্ছা জানিয়েছেন। শপথ নেওয়ার আগের দিন মমতাকে ২০ কেজি পদ্মার ইলিশ পাঠিয়েছেন শেখ হাসিনা। এ ছাড়া মমতার শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দূত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সর্বশেষ খবর