শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা
জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি

খালেদার আত্মপক্ষ সমর্থন ২৩ জুন

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজির হয়ে সময়ের আবেদন করায় জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তার আত্মপক্ষ সমর্থন পিছিয়েছে। এ ছাড়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় নতুন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরায় নিজে উপস্থিত না থেকে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি পেয়েছেন তিনি।

ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার গতকাল এই আদেশ দেন। খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন মুলতবি করে ২৩ জুন পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া সকাল ১১টার দিকে পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে হাজির হন। দুই আবেদন মঞ্জুর হওয়ার পর বেলা ১২টার দিকে তিনি আদালত থেকে বেরিয়ে যান। এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় নতুন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শুরু হয় একই আদালতে। জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ইতিমধ্যে আপিল বিভাগে আবেদন করার কথা জজ আদালতে জানিয়ে এ মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থন মুলতবির আবেদন করেন তার আইনজীবীরা। এ বিষয়ে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজাক খান, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর বিরোধিতা করে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়ার পক্ষে আপিল বিভাগে আবেদনের আইনজীবী সনদপত্র দাখিল করা হলেও সেখানে কোথাও বলা হয়নি যে, আপিল বিভাগ এ মামলার কার্যক্রম স্থগিত করেছে বা বিষয়টি পেন্ডিং রাখা হয়েছে। সুতরাং এ মামলার বিচার চালিয়ে যেতে কোনো আইনি বাধা নেই। দুই পক্ষের বক্তব্য শুনে খালেদার আবেদন মঞ্জুর করেন বিচারক আবু আহমেদ জমাদার। তিনি বলেন, বিচারকে দৃশ্যমান করার জন্যই আপিল বিভাগকে সম্মান জানিয়ে মুলতবির আবেদন মঞ্জুর করে তিন সপ্তাহের সময় দিলাম; ২৩ জুন মামলার পরবর্তী দিন রাখলাম। এ ছাড়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদাকে তার আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদনও মঞ্জুর করেন বিচারক। বিএনপি প্রধানের আদালতে আসাকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি আইনজীবীরা আদালত প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন। আদালত ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল্লাহ আল নোমান, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিমউদ্দিন আলম প্রমুখ আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর