Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩ জুন, ২০১৬ ০০:০৬
অষ্টম কলাম
দেশে দুই কোটি মানুষ ভুলভাবে ওষুধ খান
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বছরে প্রায় ২ কোটি মানুষ ভুলভাবে ওষুধ সেবন করেন। ত্রুটিপূর্ণ ব্যবস্থাপত্র, ভুল বিতরণ ব্যবস্থা ও বিক্রির কারণে বিপুল সংখ্যক জনগোষ্ঠী ভুলভাবে ওষুধ সেবন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মো. সায়েদুর রহমান এ কথা বলেন। গতকাল রাজধানীর খামারবাড়ির এ কে এম গিয়াস উদ্দীন মিল্কী মিলনায়তনে ‘স্বাস্থ্য অধিকার জনসম্মেলন ঃ স্বাস্থ্য সেবা ব্যবস্থার পর্যালোচনা ও প্রস্তাবনা’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানে এই ওষুধ বিশেষজ্ঞ এ তথ্য জানান। এর আয়োজন করে স্বাস্থ্য আন্দোলন ও উবিনীগ।

সায়েদুর রহমান বলেন, ভুল ওষুধ সেবনের কারণে শুধু আর্থিক ক্ষতি হয়  এমন নয়, এর ফলে মানুষ আরও নানা ধরনের জটিলতার শিকার হন। অনুষ্ঠানে দেশের ১৫টি জেলার মাঠ পর্যায়ের কর্মী ও সংগঠন এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ স্বাস্থ্য খাতের নানা বৈষম্যের তথ্য উপস্থাপন করেন।

এই পাতার আরো খবর
up-arrow