শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা
প্রকৃতি

মুক্তি পেল ৪ হাজার মুনিয়া পাখি

বাগেরহাট প্রতিনিধি

মুক্তি পেল ৪ হাজার মুনিয়া পাখি

সুন্দরবন থেকে চোরা শিকারিদের জালে আটক হয়ে পাচারের অপেক্ষায় থাকা বিরল প্রজাতির চার হাজার মুনিয়া পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গতকাল দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকার আবদুল জলিলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির লোকজনসহ চোরা শিকারিরা আমাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে গেলে একটি ঘরে মশারি ও কয়েকটি খাঁচার ভিতরে সুন্দরবনের বিরল প্রজাতির হাজার হাজার মুনিয়া পাখি দেখতে পাই। পরে বিকাল ৫টায় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করার সময় গণনা করে দেখা যায় পাখির সংখ্যা চার হাজার। এ ছাড়া এ অভিযানে আটক দুটি টিয়া ও চারটি ঘুঘুও অবমুক্ত করা হয়েছে।’ সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, ‘অন্যান্য প্রাণীর পাশাপাশি বিরল প্রজাতির মুনিয়াসহ ৩১৫ প্রজাতির পাখির বসবাস সুন্দরবনে। চোরা শিকারিরা দীর্ঘদিন এসব পাখি সুন্দরবন থেকে জাল পেতে ধরে এনে দেশের বাজারে বিক্রি করে আসছে। সুন্দরবনের গহিনে চোরা শিকারিরা এসব পাখি শিকার করায় দিন দিন তা কমে যাচ্ছে। এ পাখি শিকারি চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

সর্বশেষ খবর