Bangladesh Pratidin

ফোকাস

  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ জুন, ২০১৬ ০০:০৬
প্রকল্প বাস্তবায়ন যৌথভাবে মনিটরিং হবে : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

প্রকল্প বাস্তবায়নে গতি আনতে এবং গুণগত মান বাড়াতে আগামী অর্থবছরে পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রকল্প মনিটরিং করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সচিবালয়ে সিলেট মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে  এক বৈঠকে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

চলতি অর্থবছরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অবস্থা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এবার প্রকল্প বাস্তবায়নের পারফরমেন্স ভালো নয়। শেষ দুই মাসে ব্যাপক ব্যয় হচ্ছে। আর শেষ মুহৃর্তে অর্থছাড় করা হলে তখন একটি প্রকল্পের জন্য অতটা মনোযোগ দেওয়া সম্ভব হয় না, যতটা দেওয়া প্রয়োজন। এ বিষয়টি নিয়ে পরিকল্পনামন্ত্রী বিশেষভাবে উদ্বিগ্ন। এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি অনেক চেষ্টা করছেন। অর্থমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন পরিস্থিতির উন্নয়নে একটি উদ্যোগ নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে। সেটা হলো- আগামী জুলাই থেকে পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে প্রকল্পগুলো মনিটরিং করবে। এখন তো দুই মাস পরপর মনিটরিং করা হয়। এটাকে আরেকটু শক্ত করা উচিত। সিলেট এলাকার রাজনীতি ও উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামীতে আমি আর নির্বাচন করছি না, এটা নিশ্চিত। তার আসনে তার ছোট ভাই মোমেন নির্বাচন করতে পারেন এমন সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, মোমেন নিজের একটা গ্রাউন্ড তৈরির চেষ্টা করছে। তবে শুধু এটা হলেই তো হবে না, তার নিজের যোগ্যতা ও পার্টির অবস্থা সবকিছুই বিবেচনা করতে হবে।

এই পাতার আরো খবর
up-arrow