সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

২০ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল চেয়ে রিট

প্রতিদিন ডেস্ক

বিশেষজ্ঞ কমিটির মূল্যায়নে মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০ কোম্পানির লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দুই আইনজীবীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ গতকাল সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন। আজ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য তোলা হবে বলে      জানা গেছে। বিডিনিউজ। যেসব কোম্পানির লাইসেন্স বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে সেগুলো হলো— এক্সিম ফার্মাসিউটিক্যাল, এভার্ট ফার্মা লি., বিকল্প ফার্মাসিউটিক্যালস লি., ডলফিন ফার্মাসিউটিক্যালস লি., ড্রাগল্যান্ড লি., গ্লোব ল্যাবরেটরিজ (প্রাইভেট) লি., জলপা ল্যাবরেটরিজস লি., কাফমা ফার্মাসিউটিক্যালস লি., মেডিকো ফার্মাসিউটিক্যালস লি., ন্যাশনাল ড্রাগ ফার্মা লি., নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যালস লি., রিমো কেমিক্যালস লি. (ফার্মা ডিভিশন), রিদ ফার্মাসিউটিক্যালস লি., স্কাইল্যাব ফার্মাসিউটিক্যালস লি., স্পার্ক ফার্মাসিউটিক্যালস লি., স্টার ফার্মাসিউটিক্যালস লি., সুনিপুণ ফার্মাসিউটিক্যালস লি., টুডে ফার্মাসিউটিক্যালস লি., ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যালস লি. এবং ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সর্বশেষ খবর