Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ৬ জুন, ২০১৬ ২৩:৫০
বেসিক ব্যাংকে জালিয়াতি
দুদকের হাতে ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় গতকাল ঢাকা থেকে এআরএসএস ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক মো. সাবির হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-সহকারী পরিচালক সাইদুজ্জামান তাকে গ্রেফতার করেন।

দুদকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সাবির হোসেনের বিরুদ্ধে গত বছরের ২২ সেপ্টেম্বর মামলা করে দুদক। তার বিরুদ্ধে ৮৪ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। প্রসঙ্গত, বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ৫৬টি মামলা করে দুদক। এ মামলায় মোট আসামি ১২০ জন। তাদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৭ জন, ১১ জন সার্ভে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বাকিরা ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের মালিক। মামলাগুলোতে মোট ২ হাজার ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এসব মামলায় এরই মধ্যে ব্যাংকটির পাঁচ কর্মকর্তা ও তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুদক।
up-arrow