বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা

তনুর ময়নাতদন্ত প্রতিবেদন রবিবার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন রবিবার দেওয়া হবে বলে জানিয়েছেন দ্বিতীয় ময়নাতদন্তকারী বোর্ড প্রধান ডা. কামদা প্রসাদ সাহা। গতকাল দুপুরে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সিআইডি কুমিল্লার এএসআই মোশারফ হোসেন ও কনস্টেবল শাহ আলম তনুর ডিএনএ প্রতিবেদন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ও দ্বিতীয় ময়নাতদন্ত বোর্ড প্রধান ডা. কামদা প্রসাদ সাহার নিকট হস্তান্তর করেন। এদিকে গত রবিবার বিকালে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম ডিএনএ’র পুরো প্রতিবেদনটি দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে দেওয়ার জন্য সিআইডিকে আদেশ  দেন। এ ব্যাপারে দ্বিতীয় ময়নাতদন্ত বোর্ড প্রধান ডা. কামদা প্রসাদ সাহা বলেন, সিআইডি তনুর ডিএনএ প্রতিবেদনটি আমাদের নিকট হস্তান্তর করেছে। মেডিকেল বোর্ডের এক সদস্য মামলার হাজিরার কারণে কুমিল্লার বাইরে আছেন। তিনি ফিরে আসলে এ নিয়ে শনিবার আলোচনা করব। আশা করছি রবিবার তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দিতে পারব। উল্লেখ্য, ২০ মার্চ তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাসের বাসার নিকট পাওয়া যায়।

২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। এতে মৃত্যুর কারণ নিশ্চিত নয় এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদনটি দেন ময়নাতদন্তকারী কর্মকর্তা। পরে আদালতের আদেশে ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তোলা হয়।

সর্বশেষ খবর