শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা
কৃষি সংবাদ

পদ্মায় তেলাপিয়া মাছের খামার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পদ্মায় তেলাপিয়া মাছের খামার

রাজশাহীর গোদাগাড়ীতে প্রথমবারের মতো পদ্মা নদীতে মনোসেক্স প্রজাতির তেলাপিয়া মাছ চাষ শুরু হয়েছে। স্থানীয় উদ্যোক্তা শফিউল আলম মুক্তা ২০ জন উপকারভোগীকে নিয়ে পদ্মা নদীতে গড়ে তুলেছেন এই ‘মাছের খামার’।

গোদাগাড়ীর পিরিজপুর এলাকায় এ খামার গড়া হয়েছে। শফিউলকে সহায়তা করছে স্থানীয় মৎস্য অধিদফতর। রবিবার ওই খামারে পোনাও অবমুক্ত করা হয়েছে। এ পোনা অবমুক্ত করেন স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরী। ইউনিয়ন পর্যায়ে মত্স্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক রুহুল আমিন এ বিষয়ে জানান, ‘পদ্মা নদীতে খাচার মধ্যে মাছ চাষ এই প্রথম। এতে করে মাছের বৃদ্ধিতে কোনো সমস্যা হবে না। আবার উৎপাদনও ভালো হবে। ২০ জন উপকারভোগীকে নিয়ে প্রথমবারের মতো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি সফল হলে অন্য জায়গায়ও এমন প্রকল্প নেওয়া হবে।’ স্থানীয় উদ্যোক্তা শফিউল আলম মুক্তা জানান, তিনি নিজে মাছচাষি। পুকুরে মাছ চাষ করেন। কিন্তু পদ্মার পানি ব্যবহার করে মাছ চাষ তার কাছে নতুন অভিজ্ঞতা। খাচার মধ্যে মাছের চাষ হওয়ার কারণে সেগুলো বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।

সর্বশেষ খবর