Bangladesh Pratidin

ফোকাস

  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : শনিবার, ১১ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ জুন, ২০১৬ ২২:৫৫
বালিশ-কম্বলের ভিতরে কোটি রুপি, আটক-২
নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বালিশ-কম্বলের ভিতরে বিপুল পরিমাণ মুদ্রা পাওয়া গেছে। গতকাল সকালে পাকিস্তান থেকে আসা আবুল বাশার নামে এক যাত্রীর কাছে ১ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়। এ ঘটনায় আবুলসহ আবদুস সোবহান নামে তার এক সহযোগীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কর্তৃপক্ষ। তবে জব্দ করা রুপিগুলো জাল বলে ধারণা কাস্টমস গোয়েন্দাদের। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, গত বৃহস্পতিবার এয়ার এরাবিয়ার জি-৯৫৪০ ফ্লাইটে করাচি থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় যান আবুল। গতকাল সকালে শারজাহ থেকে তিনি একই এয়ারলাইনসের জি-৯৫১৭ ফ্লাইটে ঢাকায় আসেন। অবতরণের পর বিমানের ভিতর থেকে তাকে আটক করা হয়। প্রথমে তিনি অস্বীকার করলেও মেনিফেস্টো দেখে তার ৩০ কেজি ওজনের লাগেজ খুঁজে বের করা হয়। তার লাগেজ তল্লাশি করে ১ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়। রুপিগুলো বালিশ ও কম্বলের ভিতরে লুকানো ছিল। পরে তার দেওয়া তথ্যে বিমানবন্দরের বাইরে তাকে নিতে আসা আবদুস সোবহানকে একটি সাদা রঙের প্রাইভেট কার থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার করা মুদ্রাগুলো জাল বলে ধারণা করা হচ্ছে। আবুলের পাসপোর্ট অনুযায়ী তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আবুলের গ্রামের বাড়ি ফেনী এবং সোবহানের মুন্সীগঞ্জে।

এই পাতার আরো খবর
up-arrow