রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা

রিভিউ আবেদন করবেন মীর কাসেম

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন জানাবেন একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলী। গতকাল গাজীপুরের কাশিমপুর-২ কেন্দ্রীয় কারাগারে একাত্তরের এ ঘাতকের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে এ কথা জানিয়েছেন তার আইনজীবীরা। বেলা পৌনে ১২টার দিকে মীর কাসেম আলীর ছেলেসহ ৫ আইনজীবী তার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন মীর কাসেমের ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. বজলুর রহমান খান, মো. নূরু উল্ল্যাহ ও মো. নাজিবুর রহমান। মতিউর রহমান আকন্দ জানান, মীর কাসেম আলী তার সাজা বহাল রেখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছে, তা পুনর্বিবেচনা চেয়ে আবেদন করার ইচ্ছা পোষণ করেছেন। শিগগিরই এ আবেদন দাখিল করা হবে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাশির আহমেদ জানান, মীর কাসেম এ কারাগারের ৪০ নম্বর কনডেম সেলে বন্দী আছেন। সকালে আসামির সঙ্গে আইনজীবীরা দেখা করতে চাইলে অনুমতি দেওয়া হয়। প্রায় ৪৫ মিনিটের মতো তারা কথা বলেছেন। এর আগে মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশ হয়। এরপর তাকে মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর