Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ জুন, ২০১৬ ২৩:১১
অটোভাড়া নিয়ে তর্ক
মায়ের কোলের শিশু হত্যা
চকরিয়া প্রতিনিধি
bd-pratidin

চকরিয়ায় সিএনজি টেক্সির ভাড়া নিয়ে কথা কাটাকাটির সময় চালকের ঘুষিতে মায়ের কোলে থাকা ৮ মাস বয়সী এক শিশু মারা গেছে। গত শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিরিংগা বাবুল শপিং সেন্টারের ব্যবসায়ী মনজুর আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর সঙ্গে ৮ মাস বয়সী শিশুকন্যা রোশনীকে নিয়ে বাসায় ফিরছিলেন। তারা চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মাস্টার পাড়া বাঁশঘাট রোডের কামাল ম্যানশনে ভাড়ায় থাকা সাতকানীয়ার গারাঙ্গীয়া এলাকার বাসিন্দা। জানা গেছে, মনজুর আলম ৫০ টাকায় ভাড়া করা সিএনজিচালক নাছির উদ্দিনকে বাঁশঘাট রোডের মাথা থেকে সামান্য ভিতরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এক পর্যায়ে সিএনজিচালক ভাড়া নিয়ে মনজুর আলমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় চালকের ভাগিনা (একই এলাকার জসিম উদ্দিনের পুত্র মো. ফয়সাল) এগিয়ে এলে তাকে নিয়ে চালক মনজুর আলম ও তার স্ত্রীকে কিল-ঘুষি মারতে থাকেন। এ ঘুষিতে মনজুর আলমের স্ত্রীর কোলে থাকা রোশনী ঘটনাস্থলেই মারা যায়। এর পর গাড়িসহ চালক ও তার ভাগিনা পালিয়ে যায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খাঁন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পাতার আরো খবর
up-arrow