মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ পরিস্থিতিতে জাতিসংঘের উদ্বেগ

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু ও অন্যান্য হত্যার ঘটনা ক্রমাগত বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জায়েদ রাদ আল হুসেইন গতকাল জেনেভায় কাউন্সিল অধিবেশনে এ উদ্বেগের কথা জানান।

জায়েদ রাদ আল হুসেইন বলেন, ‘বাংলাদেশে পাশবিক এসব হত্যার ঘটনা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় আমি অত্যন্ত উদ্বিগ্ন। এসব হত্যার শিকার হচ্ছেন দেশটির মুক্ত ও উদার চিন্তার মানুষ, ধর্মীয় সংখ্যালঘু ও সমকামী অধিকার কর্মীরা।’ মানবাধিকার সমুন্নত রেখে এসব ঘটনার তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জায়েদ রাদ আল হুসেইন। তিনি বলেন, ‘আমি বাংলাদেশ সরকার, দেশটির সব রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানাই, মানুষের স্বাধীনতার ওপর এ হামলার যেন তারা নিন্দা জানান এবং আক্রান্ত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।’ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এ অধিবেশনে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠনগুলোর জোট বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। মত প্রকাশের স্বাধীনতার ক্রমাবনতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে জরুরি ও যথাযথ ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয় এতে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), পেন ইন্টারন্যাশনাল, সেন্টার ফর ইনকোয়ারি, ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট অ্যান্ড এথিক্যাল ইউনিয়নসহ কয়েকটি সংগঠন গতকাল এক যৌথ বিবৃতিতে এ কথা জানায়।

সর্বশেষ খবর