বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

ইমারত নির্মাণ আইনে মামলার বিচার শুরু

আদালত প্রতিবেদক

ইমারত নির্মাণ আইনে মামলার বিচার শুরু

ঢাকার সাভারের রানা প্লাজা ধসে ইমারত নির্মাণ আইনে করা মামলায় ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে আগামী ২৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। এর ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এর আগে ১৩ আসামিকে আদালতে হাজির হয়। এদের মধ্যে জামিনে ১০ জন এবং কারাগারে আছেন সোহেল রানাসহ তিন আসামি। মামলার অভিযোগ পাঠ করে শোনানো হলে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান আদালতের কাছে। এ ছাড়া মামলার শুরু থেকে পাঁচ আসামি পলাতক রয়েছেন। মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন আটতলা রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়।

আহত হন আরও হাজারখানেক শ্রমিক। পরে ভবন ধসে প্রাণহানির ঘটনায় হত্যার অভিযোগে একটি, ইমারত বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে একটি এবং দুদকের পক্ষ থেকে ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করা হয়। এর মধ্যে ইমারত বিধির মামলাটি করেন রাজউক কর্মকর্তা হেলাল উদ্দিন। রানাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়। এ মামলার তদন্তে ভবনের নকশায় ত্রুটি, অনুমোদন না নিয়ে ওপরের দিকে সম্প্রসারণ এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের তথ্য উঠে আসে। ১৯৫২ সালের ইমারত নির্মাণ আইনের ১২ ধারায় মোট ১৮ জনকে আসামি করে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৩০ জনকে সাক্ষী করা হয়েছে।

সর্বশেষ খবর