বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা
প্রধানমন্ত্রীর বিমান বিলম্ব

সাত পাইলটকে জরুরি তলব

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফেরার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে দেরির ঘটনা ঘটে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি সাতজন পাইলটকে জরুরি তলব করেছে। গত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের এক শীর্ষ কর্মকর্তা। এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের অপারেটর কামরুলকেও সে সময় প্রত্যাহার করা হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে পাঁচ দিনের সরকারি সফর শেষে গত ৭ জুন দেশে ফেরেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে পাইলট রানওয়েতে ধাতব বস্তু দেখতে পান। দুর্ঘটনার আশঙ্কায় পাইলট বিমানটি অবতরণ না করে ফের আকাশে উড্ডয়ন করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর