শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

শান্তিপূর্ণ কর্মসূচিতে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি হবে : খালেদা

নিজস্ব প্রতিবেদক

জনগণকে জিম্মি করে সরকার দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, অস্ত্র ও সংঘাত নয়, শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করা হবে। গতকাল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ইফতারে অংশ নেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআই এম ফজলে রাব্বি চৌধুরী, মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, খেলাফত মজলিসের নায়েবে আমির মজিবুর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আমমেদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ। বিএনপি চেয়ারপারসন বলেন, দেশে কখনো এমন টার্গেট কিলিং ঘটেনি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ সব ধর্মের মানুষকে হত্যা করা হচ্ছে, এটি পরিকল্পিত। আওয়ামী লীগের লোক এতে জড়িত। এ জন্যই প্রধানমন্ত্রী বলেছেন আমি জানি। সেজন্য জেনেও তাদের ধরা হয় না। এদের অনেককে বিদেশে পাঠিয়ে দিয়ে এখন সাধারণ মানুষকে গ্রেফতার করছে। খালেদা জিয়া বলেন, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব আছে কিনা বলা মুশকিল। এ অবৈধ সরকার সত্যিকার ক্ষমতায় থেকে দেশ শাসন করছে নাকি অন্য কোনো শক্তি পেছন থেকে কাজ করছে, জনগণের মধ্যে এ প্রশ্ন দেখা দিয়েছে। ঘরে বাইরে কোথাও মানুষ নিরাপদ নয় এমন অভিযোগ করে বিএনপি প্রধান বলেন, এই নিরাপত্তাহীন, গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্ত হতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ ও গণতন্ত্র এ অবস্থা থেকে মুক্তি দিতে পারে। খালেদা জিয়া অভিযোগ করে বলেন, সরকার প্রতিনিয়ত মানুষ হত্যা করছে। এর দায় দিচ্ছে বিএনপির ওপর। অভিযানের নামে গণগ্রেফতার করা হচ্ছে। বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। কারাগারগুলোতে মানুষের ঠাঁই হচ্ছে না। বাথরুমেও মানুষ জায়গা পাচ্ছে না। বিএনপি হত্যায় বিশ্বাস করে না এমন দাবি করে দলের চেয়ারপারসন বলেন, গণগ্রেফতারে এখন পর্যন্ত সাড়ে ১২ হাজারের মতো গ্রেফতার হয়েছে। ক্রসফায়ারে মারা গেছে ৫০ জন। এই কি দেশ চালানোর নমুনা?

সর্বশেষ খবর