বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

ট্রেনের আগাম টিকিট বিক্রি ২২ জুন থেকে

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২২ জুন থেকে। টানা পাঁচ দিন চলবে অগ্রিম টিকিট বিক্রি। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঈদ উপলক্ষে এবার সাতটির বেশি বিশেষ ট্রেন চলাচল করবে। গতকাল দুপুরে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের ঈদ প্রস্তুতি সভা শেষে রেলমন্ত্রী মুজিবুল হক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে রেল সচিব ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী বলেন, ২২ জুন পাওয়া যাবে ১ জুলাইয়ের আগাম টিকিট। ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত পাওয়া যাবে ২ থেকে ৫ জুলাইয়ের টিকিট। একইভাবে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৪ জুলাই থেকে, চলবে ৮ জুলাই পর্যন্ত। ওই সময়ে ৮ থেকে ১২ জুলাইয়ের ফিরতি টিকিট পাওয়া যাবে। অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। রেলমন্ত্রী জানান, ঈদ উপলক্ষে সাতটি বিশেষ ট্রেন চলবে বিভেন্ন রুটে। আর ঈদের আগেই ঢাকা-চট্টগ্রাম রুটে এক জোড়া নতুন বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালু হবে। প্রধানমন্ত্রী সময় দিলেই নতুন এই ট্রেনটি উদ্বোধন করা হবে। ঈদে বেশি যাত্রী পরিবহনের জন্য বিদ্যমান ৬৯২টি কোচের সঙ্গে ওয়ার্কশপে মেরামত করা ১৭০টি কোচ যুক্ত হবে। সব মিলিয়ে মোট ৮৬২টি কোচ দিয়ে এবার ঈদে যাত্রী সেবা দেবে বাংলাদেশ রেলওয়ে। রেলমন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি র‌্যাব ও পুলিশের সহযোগিতা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন জানিয়েছেন, ঈদ উপলক্ষে ১ জুলাই থেকে ঈদের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক বন্ধের দিনও আন্তঃনগর ট্রেন চালু থাকবে।

সর্বশেষ খবর