বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

মেহেরপুরেও লাঠি বাঁশি দিল পুলিশ

মেহেরপুর প্রতিনিধি

মাগুরা ও চুয়াডাঙ্গার পর এবার মেহেরপুরের পুলিশ সুপার গ্রামের সাধারণ মানুষের সমন্বয়ে গড়ে তুললেন বাঁশের লাঠি, বাঁশি ও টর্চলাইটের গ্রাম প্রতিরক্ষা দল। এ দলের সদস্যরা রাত জেগে পাহারা দিয়ে জনসাধারণের ভয় দূর করবে এবং সন্ত্রাসীদের রুখবে। জেলার প্রতিটি গ্রামে এ ধরনের একাধিক দল তৈরি করা হবে। গতকাল বিকালে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের দেবীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিরক্ষা দল গঠনের লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সামসুজ্জোহা মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন, বামন্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়াল হোসেন, নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল হক বিশ্বাস। সমাবেশ শেষে ওই ইউনিয়নের দেবীপুর, ঘোড়াঘাট ও চকখল্যানপুর গ্রামের সাধারণ মানুষদের নিয়ে ১০টি প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়। প্রতিটি কমিটিতে সদস্য সংখ্যা ১০ জন। কমিটি গঠন শেষে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার প্রতিরক্ষা দলের সদস্যদের হাতে একটি করে বাঁশের লাঠি, বাঁশি ও টর্চলাইট তুলে  দেন। সমাবেশে অন্যদের মধ্যে ব্যবসায়ী, রাজনৈতিক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যদের আহ্বান জানিয়ে বলেন, মেহেরপুর জেলায় কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। যে  কোনো মূল্যে জেলাকে সন্ত্রাসমুক্ত করতে হবে। সংখ্যালঘুসহ সাধারণ মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিতে হবে। এভাবে জেলার সব গ্রামে একাধিক প্রতিরক্ষা দল গঠন করা হবে।

সর্বশেষ খবর