শিরোনাম
শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা
ট্রাস্ট দুর্নীতি মামলা

খালেদার আপিল শুনানি ১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে দুটি আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানির জন্য ১ আগস্ট দিন ধার্য করা হয়েছে। গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার শুনানির এ দিন ধার্য করেন। আদালতে খালেদার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও বদরুদ্দোজা বাদল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে দুটি আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ৩১ মে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী রাগিব রউফ চৌধুরী। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদকে পুনরায় জেরা করা ও মামলার তদন্ত নথি আসামিপক্ষকে দেখানোর আবেদন নিম্ন আদালতে খারিজের বিরুদ্ধে ১৮ এপ্রিল হাইকোর্টে খালেদা জিয়া রিভিশন পিটিশন দাখিল করেন। বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতে এ মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টে স্থগিতাদেশ চাওয়া হয়। তবে শুনানি শেষে ১৫ মে সেই আবেদন হাইকার্ট খারিজ করে। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক। এ মামলায় ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ২০১২ সালের ১৬ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টসহ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত।

সর্বশেষ খবর