রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা

লিবিয়ায় অগ্নিদগ্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যু

প্রতিদিন ডেস্ক

লিবিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই শ্রমিক। বুধবার রাতে আল-জাওয়াইয়া শহরের মুক্রুত এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র : অনলাইন অগ্নিদগ্ধ হয়ে নিহতদের মধ্যে রয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিঠখালী গ্রামের মোস্তফা কামাল (৩২), পাথরঘাটা উপজেলার চরদোয়ানী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বেল্লাল ও হানিফ। মোস্তফা কামাল মঠবাড়িয়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী এলাকার ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে।  চুন্নু মিয়ার বাড়ির ঠিকানা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ওই শ্রমিকরা ইফতার তৈরির জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলেই সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে ঘরের ভিতর আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে মধ্যে থাকা বেল্লাল  হোসেন, চুন্নু মিয়া, মোস্তফা, দুলাল ও হানিফের শরীর ঝলসে যায়। পরে অন্য শ্রমিকরা এসে তাদের উদ্ধার করে আল-জাওয়াইয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রোগীদের ত্রিপলি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনজন মারা যান।

সর্বশেষ খবর