শিরোনাম
মঙ্গলবার, ২১ জুন, ২০১৬ ০০:০০ টা
চেক প্রতারণা মামলা

বিএনপি নেতা আসলাম চৌধুরী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে ৩৬ কোটি ৮ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদের এ আদেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চেক প্রতারণার মামলা দায়েরের পর থেকে আসলাম চৌধুরী পলাতক ছিলেন। সম্প্রতি গ্রেফতার আসলাম চৌধুরীকে গতকাল পরোয়ানামূলে আদালতে আনা হলে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তবে তিনি জামিনের আবেদন করেননি। আদালত সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের দক্ষিণ ভাটিয়ারী এলাকার ফৌজদারহাটের ৭/বি অ্যাসোসিয়েট নাম দিয়ে আসলাম চৌধুরী বিভিন্ন সময় পূবালী ব্যাংক থেকে মোট ৩৬ কোটি ৮ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধের জন্য যমুনা ব্যাংকের চেক দিলেও অপর্যাপ্ত তহবিলের কারণে তা ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়। এতে মোট ৩৬ কোটি ৮ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে পূবালী ব্যাংকের সিডিএ করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক এস এম ইয়াহিয়া ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে আটটি মামলা করেন।

 এর মধ্যে ২০১৪ সালের ২ জানুয়ারি চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে ৬ কোটি ৭০ লাখ টাকার চেক প্রতারণার মামলাটি করা হয়। এর আগে ২০১৩ সালের ২ ডিসেম্বর ৬ কোটি ৭০ লাখ টাকার চেক প্রতারণার আরেকটি মামলা করা হয়। এ ছাড়া ৩ কোটি ৭৮ লাখ টাকা করে চেক প্রতারণার অভিযোগে আরও ছয়টি মামলা করা হয়।  এর মধ্যে ২০১৫ সালের ১ এপ্রিল দুটি, ২২ মার্চ দুটি ও ১৮ মার্চ দুটি মামলা করে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ। চলতি বছরের ১৫ মে মোসাদ কানেকশনে ঢাকার লালবাগ থানার মামলায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে গ্রেফতার হন আসলাম চৌধুরী।

সর্বশেষ খবর