বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা

জমজমাট বেচাকেনা কলকাতায়

কলকাতা প্রতিনিধি

জমজমাট বেচাকেনা কলকাতায়

কলকাতার নিউমার্কেট, রাজাবাজার, পার্কসার্কাস, খিদিরপুরসহ শহরতলির সর্বত্র ঈদুল ফিতরের কেনাকাটা বেশ জমজমাট। নেমেছে ক্রেতাদের ঢল। যতদূর চোখ যায় কেবল কালো মাথার সারি। কলকাতার সঙ্গে জেলাগুলোতেও চলছে কেনাকাটার পর্ব। সকালের দিকে ভিড় কম থাকলেও বেলা যত গড়িয়েছে  ততই লক্ষ করা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। মাঝে-মধ্যে চড়া রোদ, ভাপসা গরম থাকলেও ক্রেতাদের দমাতে পারেনি। এদিকে মঙ্গলবার কলকাতা পুরসভার উদ্যোগে পার্ক সার্কাস ময়দানে এক ইফতার পার্টিতে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, টিপু সুলতান মসজিদের শাহি ইমাম মাওলানা এন বরকতি, কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার জকি আহাদ, মিশনের কাউন্সিলর মিঞা মহম্মদ মইনুল কবীর, তৃণমূল এমপি সুলতান আহমেদ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়সহ বিশিষ্ট জন। ঈদের কেনাকাটায় বেশি ভিড় জামা-কাপড়ের দোকানগুলোতে, এখানে পাওয়া গেছে হাল ফ্যাশনের নতুন জামা-কাপড়-প্যান্ট আর অসাধারণ কাজ করা সব টুপি। জুতার দোকানগুলোতেও ছিল চোখে পড়ার মতো ভিড়। প্যান্টালুনস, ওয়েস্টসাইড, বিগবাজার, রিলায়েন্স ট্রেন্ডি, বাজার কলকাতা, সিটি মার্কেটসহ শহরের বড় বড় শপিং মলগুলোর পাশাপাশি ফুটপাথের দোকানগুলোতেও চলছে ঈদের কেনাকাটা। কলকাতার প্রখ্যাত জুতার দোকান শ্রীলেদার্সে তো আবার পা ফেলার জায়গা নেই। ঈদের কেনাকাটা করতে কলকাতার স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশ থেকেও অনেকেই ছুটে এসেছেন কলকাতায়। খাবারের দোকানগুলোতেও অসম্ভব ভিড়। কেনাকাটার মাঝেই রোজা শেষে ইফতার সেরে নিচ্ছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। তবে পেয়ারা, আপেল, কলা, খেজুরসহ ফলের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষের ইফতারের মেন্যুতে এবার বেশি স্থান পেয়েছে ভাজাভুজি এবং মাংসের পদ। ইফতারের ফাঁকে অনেকেই স্বাদ পরখ করে দেখলেন গরম গরম হালিম। গম, যব, ডাল আর মাংসের টুকরো সহযোগে এই আরবি পদটি অত্যন্ত সুস্বাদু। ইফতার শেষ হতেই আবার চলল কেনাকাটার পর্ব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর