Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ২২ জুন, ২০১৬ ২৩:৩০
আগেভাগেই কেনাকাটা জমেছে রাজশাহীতে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আগেভাগেই কেনাকাটা জমেছে রাজশাহীতে

রাজশাহীর ঈদ মার্কেট খানিকটা আগেভাগে জমে উঠেছে। কেনাকাটার অনেকটাই আগাম শেষ করতে চাইছেন সবাই। ফলে নগরীর বিপণিবিতানগুলোতে এর প্রভাব পড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতার ভিড়ে সরগরম থাকছে এগুলো। ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত তিনদিন থেকে বিক্রি বেড়েছে। নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলাগুলো থেকে আসতে শুরু করেছেন মানুষজন। দোকানিরা তাদের সংগ্রহে থাকা পোশাকের পুরো পসরা খুলে বসেছেন। এক দোকানি রফিকুল ইসলাম জানান, দেশি পোশাকের পাশাপাশি ভারতীয় বিভিন্ন পোশাক তারা সংগ্রহ করেছেন। ক্রেতারা এসে সেই চাহিদাও জানাচ্ছেন।

বিক্রি গত তিনদিন থেকে ভালো। চারঘাট থেকে ঈদের বাজার করতে আসা সামিনা বেগম জানান, দোকানিদের কালেকশন অনেক ভালো। তিনি তার পছন্দের শাড়ি কিনতে পেরেছেন। দোকানি শামসুল ইসলাম জানান, ঈদের বোনাস এখনো না হওয়ায় ক্রেতারা আসছেন ঠিকই, কিন্তু বিক্রি কম। আরও কয়েকদিন পর বিক্রি বাড়বে।
up-arrow