Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ২২ জুন, ২০১৬ ২৩:৩৩
এবার পলাশে হিন্দু সম্প্রদায়ের হাতে লাঠি দিল পুলিশ
নরসিংদী প্রতিনিধি
এবার পলাশে হিন্দু সম্প্রদায়ের হাতে লাঠি দিল পুলিশ

নরসিংদীর পলাশে জঙ্গিবাদ ও গুপ্ত হামলা প্রতিরোধে হিন্দু সম্প্রদায়ের লোকজনের হাতে লাঠি ও বাঁশি তুলে দিয়েছে পুলিশ। গতকাল সকালে পলাশ থানা চত্বরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের হাতে এসব তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। এর আগে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পলাশ থানার উদ্যোগে নিরাপত্তার জন্য আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী  কমিশনার (ভূমি) অমিত দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক অসিত দাস, সাবেক সভাপতি দিনেশ চন্দ্র দাস প্রমুখ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সন্ত্রাস-জঙ্গি হামলা প্রতিরোধে লাঠি-বাঁশি জনগণকে সাহস ও শক্তি জোগাবে। জনগণ প্রতিরোধ করলে গুপ্তহত্যা ব্যর্থ হতো। সন্ত্রাসীরাও ধরা পড়ত। সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গিবাদ ও গুপ্ত হামলা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 
up-arrow