বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা

পদ্মা সেতুর কাজ শেষ ৩৫ শতাংশ

------ ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর ৩৫ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৪টি পাইলিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ।

সিরাজদীখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে গতকাল দুপুরে মন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, কোনো অধিকার নেই নিয়ম লঙ্ঘন করে মোটরসাইকেলে তিনজন আরোহণ করার। অনেক নেতার গাড়ি বহরে সামনে তিনজন আরোহীসহ মোটরসাইকেলের বহর দেখা যায়। তরুণ নেতা-কর্মীদের দেশ ও জাতির স্বার্থে এসব বন্ধ করতে হবে। আর দুজন আরোহণ করলে দুজনকেই হেলমেট ব্যবহার করতে হবে পাশাপাশি শিশুদের মোটরসাইকেলে বহন করা যাবে না। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিআরটিএর ভ্রাম্যমাণ টিমটি বিভিন্ন যানবাহনকে ১১টি মামলা ও ৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করে।

সর্বশেষ খবর