বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬ ০০:০০ টা

মুক্তি পেলেন শওকত মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১১ মাস পর জামিনে মুক্তি পেলেন সাংবাদিক নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ। গতকাল বিকালে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি লাভ করেন। তার আইনজীবী মোরশেদ আল মামুন লিটন বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন। আইনজীবী মোরশেদ বলেন, ৪০ মামলায় জামিনের কাগজপত্র মঙ্গলবার কাশিমপুরে পাঠানো হয়। আজ (বুধবার) বিকালে তাকে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ।

সর্বশেষ গত মঙ্গলবার নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে জামিন দেয় হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। গত বছর ১৮ আগস্ট নাশকতার অভিযোগে মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়। তাকে এ পর্যন্ত মোট ৪০টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সবগুলো মামলায় শওকত মাহমুদ জামিন পান।

সর্বশেষ খবর