শনিবার, ২৫ জুন, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

টিকিট ছিল, তবুও ফিরে গেছে মানুষ

নিজস্ব প্রতিবেদক

ঈদ যাত্রায় রেলের অগ্রিম টিকিট থাকলেও গতকাল হতাশ হতে হয়েছে যাত্রীদের। কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীরা জানিয়েছেন, নির্দিষ্ট গন্তব্যের টিকিট মেলেনি। কাউন্টারে টিকিট থাকলেও ছিল অন্য স্টেশনের টিকিট। এছাড়া যেসব শোভন কোচের টিকিট ছিল- সেগুলোতে গাদাগাদি করে যাওয়ার কোনো পরিবেশ থাকে না।

সাহরির পর ভোর ৫টা থেকে শত শত মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে হতাশার কথা জানান জামালপুরের মেহেদি। তিনি বলেন, ‘আমি যাব জামালপুর। কিন্তু সেখানকার কোনো টিকিট নেই। আছে তার আগের স্টেশনগুলোর নরমাল সিট। যেগুলোতে যাওয়ার চেয়ে না যাওয়াই ভালো।’  দিনাজপুরের যাত্রী আবু সাঈদ বলেন, ‘মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়েছিলাম চেয়ার কোচের টিকিট পাবো বলে। কিন্তু কাউন্টারে এসে দেখি সেই টিকিট নেই। বাবা-মার সঙ্গে ঈদ করতে হবে, তাই বাধ্য হয়ে শোভনের সিট নিয়ে যাচ্ছি।’ অনেক প্রত্যাশা নিয়ে দীর্ঘ লাইনে থাকা বদরুল আহসান বলেন, ‘আমরা সাধারণত নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফেরার জন্য ট্রেনের টিকিট নিতে এসেছি। অনেকক্ষণ ধরে লাইনে আছি টিকিটের জন্য। কখন পাব বা আদৌ পাব কিনা তা জানি না।’ তবে স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘গতকাল আমরা শুধু ৩ জুলাইয়ের অগ্রিম টিকিট দিচ্ছি। এখনো পর্যাপ্ত টিকিট রয়েছে। লাইনে দাঁড়ানো সবাই টিকিটি পাবেন।’ এবার স্টেশনে টিকিট কালোবাজারি ও বিশৃঙ্খলা এড়াতে আনসারদের সহায়তায় লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেককে সিরিয়াল নম্বর ও নামসহ টোকেন দেওয়া হয়েছে। এ টোকেন দেখিয়েই সংগ্রহ করতে হয়েছে টিকিট। কাউন্টারগুলোতে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়। অগ্রিম টিকিট বিক্রিতে যাত্রী নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার যেকোনো সহায়তার জন্য কমলাপুর রেলস্টেশনে একটি পুলিশ তথ্যকেন্দ্র খোলা হয়েছে এবং যাত্রী সুবিধা নিশ্চিতে র‍্যাব-৩ এর একটি অস্থায়ী ক্যাম্পও খোলা হয়েছে। সরেজমিনে দেখা যায়, ঈদে বাড়ি ফিরতে অগ্রিম ৩ জুলাইয়ের টিকিটের জন্য গত দুই দিনের চেয়ে তুলনামূলকভাবে গতকাল বেশি ভিড় ছিল। তবে বেলা ১২টার পর থেকে সেখানে কমতে শুরু করে মানুষের চাপ। এ সময় অনেক প্রতীক্ষার পর যারা টিকিট পেয়েছেন- আনন্দের ছাপ ছিল তাদের চোখে মুখে। এদিকে আজ ঢাকা-চট্টগ্রাম রুটের নতুন ট্রেন ‘সোনার বাংলা’র উদ্বোধন উপলক্ষে কমলাপুর রেলস্টেশনে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। অগ্রিম টিকিট বিক্রি আজ বন্ধ থাকবে।

সর্বশেষ খবর