রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় চালু হলো দুই ইউলুপ

নিজস্ব প্রতিবেদক

যানজট থেকে রাজধানীবাসীকে রেহাই দিতে গতকাল রামপুরা-বনশ্রী ও বাড্ডার সংযোগ সড়কে নবনির্মিত ইউলুপ খুলে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষ এখন ইউলুপ ব্যবহার করে আগের চেয়ে দ্রুততর সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। আশা করা হচ্ছে ইউলুপ ব্যবহারে রামপুরা-হাতির ঝিল এলাকায় যাতায়াতকারীরা যানজটের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। তবে ইউলুপ তৈরির ফলে শুধু এ এলাকার ব্যবহারকারীরাই যে যানজটমুক্ত হবেন তা নয়, কুড়িল-বাড্ডা ও এয়ারপোর্ট থেকে ছেড়ে আসা গাড়িগুলোকেও রামপুরা ব্রিজ হয়ে যেতে হয় বিভিন্ন গন্তব্যে। এ গাড়িগুলোর যাত্রীরাও যানজট থেকে কিছুটা মুক্তি পাবেন। একই দিন কমলাপুর রেলস্টেশনে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খিলগাঁও ফ্লাইওভারে লুপ খুলে দেওয়ার ঘোষণা দেন। সকালে জাতীয় সংসদ থেকে বের হয়ে খিলগাঁওয়ের সেই লুপ ঘুরে কমলাপুরে যান তিনি। ফেরার পথে প্রগতি সরণি-বনশ্রী সংযোগ সড়কে নেমে প্রধানমন্ত্রী হাতির ঝিল প্রকল্পের সাউথ ইউ লুপের ফলক উন্মোচন করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর