রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

র‌্যাবের ক্রসফায়ারে যুবদল কর্মী নিহত

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ প্রকাশ ওরফে গাব্বা মাসুদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার চরছান্দিয়া ইউনিয়নে। মাসুদ ডা. নুরউল্লাহ সাহেববাড়ির বাদশা মিঞার ছেলে এবং উপজেলা যুবদলের কর্মী। জেলা যুবদল সভাপতি গাজী হাবিব-উল্যাহ মানিক জানান, ‘মাসুদ দলীয় কর্মী ছিলেন। আমি সকল প্রকার বিচারবহির্ভূত হত্যার নিন্দা ও বিচার দাবি জানাই।’ র‌্যাবের দাবি, নিহত ওই যুবক ডাকাত। ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় দুই র‌্যাব সদস্যও আহত হন। গতকাল ভোরে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ভৈরব রাস্তার মাথার এনাম ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি এলজি, দুটি পিস্তল ও চারটি রামদাসহ এক ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল চরচান্দিয়া ইউনিয়নের ভৈরব রাস্তার মাথায় এনাম ড্রাইভারের বাড়িতে অভিযান চালায়। এ সময় ডাকাত সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত মাসুদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাসুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামি বলে জানায় র‌্যাব। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ মোট ১০টি মামলা রয়েছে। লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর