রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

পাঁচ জেলায় পিটিয়ে পাঁচজনকে হত্যা

প্রতিদিন ডেস্ক

ভোলার তজুমদ্দিন, লালমনিরহাটের হাতীবান্ধা, ঠাকুরগাঁওয়ের বালিয়াকান্দি, সাতক্ষীরার পাটকেলঘাটা এবং চট্টগ্রামে একজন করে মোট পাঁচজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো বিবরণ— ভোলা : তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দি গ্রামে গতকাল ভোররাতে ডাকাত সন্দেহে মোশারেফ হোসেন মশু (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। মোশারেফ হোসেনের বাড়ি পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নে। নিহতের স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে ডাকাত সাজিয়ে হত্যা করা হয়েছে। তবে ঘটনাটি আসলেই ডাকাতির ঘটনা, না পরিকল্পিত হত্যা— তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গভীর রাতে নুরুল হকের বাড়িতে মোশারেফ হোসেনের নেতৃত্বে কয়েকজন ডাকাত ঘরের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা নুরুল হকের ছেলে মো. নয়নকে (১৮) এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। তাকে বাঁচাতে গেলে বোন রোজিনা আক্তার (২৩) ও মা পারুল বেগমকেও (৪৫) কুপিয়ে জখম করা হয়। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা গ্রামের মসজিদে ডাকাতের হামলার কথা মাইকিং করেন। এরপর গ্রামবাসী একত্রিত হয়ে মোশারেফ হোসেনকে ধরে গাছের সঙ্গে বেঁধে বেধরক পিটুনি দিলে তিনি মারা যান। লালমনিরহাট : হাতীবান্ধা উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে শহিদার রহমান (৩৮) নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল সকালে উপজেলার বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে নজরুল ইসলাম (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে। তিনি ওই গ্রামের মৃত মোরশেদ খানের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের আবুল কালামের পুত্র নজরুল ইসলামের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘ দিন ধরে একই গ্রামের আবদুর রহিমের বিরোধ চলছিল। গতকাল সকালে ওই ভিটে দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। ওই সময় শহিদার রহমানকে পিটিয়ে হত্যা করা হয়। ঠাকুরগাঁও : বালিয়াডাঙ্গী উপজেলায় হকিরুল (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, হকিরুলকে পিটিয়ে হত্যার পর লাশ একটি বাঁশঝাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওসি আমিনুল ইসলাম বলেন, তদন্তের পর রহস্য উদঘাটন করা সম্ভব হবে। সাতক্ষীরা : পাটকেলঘাটায় গরু ব্যবসায়ী কাজী আবু বক্কর সিদ্দিক জনিকে (৩০) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত জনি তালা উপজেলার গৌরিপুর গ্রামের কাজী আবদুর রহমানের ছেলে। তার পরিবারের দাবি, রাতে মোবাইল ফোনে একটি কল এলে ঘর থেকে বেরিয়ে যায় কাজী আবু বক্কর সিদ্দিক জনি। গতকাল সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি পাটখেত থেকে জনির মরদেহ উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম : চট্টগ্রামে নুরুল আবছার নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার দিনগত গভীর রাতে পটিয়া উপজেলার হাঈদগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লোকমান হাকিম ও আবদুল মান্নান নামে দুজনকে গ্রেফতার করে করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, নুরুল আবছারের সঙ্গে লোকমান হাকিমের কাঠের ব্যবসা ছিল। শুক্রবার তারাবি নামাজ শেষে ব্যবসায়িক লেনদেন নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা দুজন নুরুল আবছারকে মারধর শুরু করেন। পরে ঘরের উঠানে থাকা একটি গাছের সঙ্গে রশি দিয়ে নুরুল আবছারকে বেঁধে লোহার পাইপ ও কাঠ দিয়ে পেটানো হয়। এতে তিনি জ্ঞান হারান। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর