রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা

উত্তরার সেই খাল থেকে ইলেকট্রিক ডিভাইস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টর দিয়াবাড়ী খালে আবারও অভিযান চালিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গতকাল সকালের এ অভিযানে তিনটি ট্রাভেল ব্যাগ, পাঁচটি ওয়াকিটকি, দুইটি রিপিটার, আইএডি তিনশ’ ও বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ-খোদা বলেন, ঘটনাস্থলে আরও অস্ত্র আছে— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সকালে খালের ৪ নম্বর ব্রিজের নিচ থেকে ‘ব্যাগ’ তিনটি উদ্ধার করা হয়। দিয়াবাড়ীর খালে আরও অস্ত্র থাকতে পারে এমন সন্দেহে পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরি পাঠাতে অনুরোধ করে। এরপর সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় তিনজন ডুবুরি ওই খাল থেকে ব্যাগগুলো উদ্ধার করেন। ব্যাগে ওয়াকিটকিসহ ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে।প্রসঙ্গত, এর আগে গত ১৮ ও ১৯ জুন ওই খাল থেকে ৯৫টি চায়নিজ ৭ দশমিক ৬২ (মি.মি) বোরের পিস্তল, দুটি দেশি ৭ দশমিক ৬২ (মি.মি) বোরের পিস্তল, ১৮৯টি ৭ দশমিক ৬৫ (মি.মি) পিস্তলের ম্যাগাজিন, ১০টি গ্লোপ পিস্তলের ম্যাগাজিন, ২৯৫টি এসএমজি ম্যাগাজিন, ২২০ রাউন্ড ৭ দশমিক ৬৫ (মি.মি) বোরের পিস্তলের গুলি, ৮৪০ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি, ১০টি বেয়নেট, গুলি তৈরির ১০৪টি ছাঁচবোড, ১৯ অস্ত্রের বাট পরিষ্কার করার যন্ত্র উদ্ধার করা হয়েছিল।

সর্বশেষ খবর