রবিবার, ২৬ জুন, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

নতুন টাকার সংকটে ব্যাংকগুলো

নিজস্ব প্রতিবেদক

চাহিদার চেয়ে কম থাকায় নতুন টাকার নোট নিয়ে সংকট তৈরি হয়েছে ব্যাংকগুলোতে। ঈদ উপলক্ষে নতুন টাকার নোট সংগ্রহ করতে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেক গ্রাহক পাচ্ছেন না। রাজধানীর বিভিন্ন ব্যাংক শাখায় গিয়ে দেখা গেছে, গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সময় শেষ হওয়ায় অনেককে নোট না নিয়েই ফিরতে হচ্ছে। অভিযোগ রয়েছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাই সব নোট নিয়ে নিচ্ছেন এবং তারা এ টাকা বাইরে বেশি দামে বিক্রি করছেন। জানা গেছে, এ বছর ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ১৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাপিয়েছে। দুই টাকা থেকে শুরু করে ৫০ টাকা মূল্যমানের টাকা সরবরাহ করা হয়েছে বিভিন্ন ব্যাংকে। রাজধানী ঢাকার বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকে গ্রাহকদের প্রদান করা হচ্ছে। কিন্তু এ বছর মাত্র ১৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাপানোয় বিপাকে পড়েছেন ব্যাংক-গ্রাহক উভয় পক্ষই। গত বছরও ঈদুল ফিতরে ২২ হাজার কোটি টাকার নতুন নোট ছাপা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলছেন, বাজারের চাহিদা বিবেচনায়ই নতুন নোট ছাপানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে আঙ্গুলের ছাপ পদ্ধতিতে গ্রাহকদের নোট প্রদান করা হয়। এক্ষেত্রে কোনো অনিয়ম হওয়ার সুযোগ নেই। ১৫ হাজার কোটি টাকার নতুন নোটসহ মোট ৩০ হাজার কোটি টাকা সরবরাহ করা হয়েছে। ব্যাংকগুলোতে ঘাটতি থাকার কথা নয়।

সর্বশেষ খবর