সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রাম-টেকনাফে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা এবং কক্সবাজারের টেকনাফে গতকাল প্রায় ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড ও বিজিবি। চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, আনোয়ারা উপজেলার দক্ষিণ গহিরায় অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। গতকাল রাত ১টার দিকে কোস্টগার্ডের পূর্ব জোন এ অভিযান চালায়। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার ওমর ফারুক। তবে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হলেও বরাবরের মতো এবারও এর পেছনের হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। ফলে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ওমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গহিরার বাসিন্দা নূর হোসেনের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে দুই ব্যাগ ইয়াবা উদ্ধার করা হয়। ওই ব্যাগ দুটিতে দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, টেকনাফের হ্নীলা জাদিমুড়া সীমান্তে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রাতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে দমদমিয়া বিওপির বিজিবির বিশেষ টহল দল হ্নীলা নাফ নদীর জাদিমুড়া এলাকায় অভিযানে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

সর্বশেষ খবর