শিরোনাম
সোমবার, ২৭ জুন, ২০১৬ ০০:০০ টা

ইন্টারনেট থেকে ‘জিহাদি ভিডিও’ সরানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

ইন্টারনেটে ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর অভিযোগে কয়েক ব্যক্তির কিছু ভিডিও সরিয়ে নেওয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, তারা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি চুক্তির আওতায় এই অনুরোধ করেছেন। সংস্থাটি বলেছে, জসিমউদ্দীন রাহমানী নামে একজন কারাবন্দী অভিযুক্ত জঙ্গি নেতাসহ তিনজন ব্যক্তির বক্তব্য বিভিন্নভাবে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ হতে আকৃষ্ট করছে- এমন তথ্য পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এসব ভিডিও ইন্টারনেট থেকে সরিয়ে ফেলতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে। কর্মকর্তারা বলেছেন, সম্প্রতি জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বিভিন্ন ব্যক্তি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে- তারা জসিমউদ্দীন রাহমানীর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েছে।

সর্বশেষ খবর