মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা
মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা আগের মতোই

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির সমাপনী (জেএসসি) পরীক্ষা এবারও যথানিয়মেই অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার বৈঠকে গতকাল এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুর ২টায় সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, পরবর্তী আইন না হওয়া পর্যন্ত পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সচিব আরও বলেন, পিইসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি প্রস্তাব মন্ত্রিসভায় পেশ করেছে। প্রস্তাবে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হয়েছে। তাই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা রাখা না-রাখার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রয়োজন। এ প্রস্তাবের ওপর আলোচনা শেষে মন্ত্রিসভা অভিমত দেয় যে, প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা উঠিয়ে দিতে  গেলে একটি আইনের প্রয়োজন হবে। আইন না হওয়া পর্যন্ত আগে যে নিয়মে পরীক্ষা হতো, এখনো সেভাবেই চলবে। মন্ত্রিসভা এটা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে ফের উপস্থাপনের জন্য বলেছে। কারণ, শিক্ষার স্তর পরিবর্তনের এই বিশাল কর্মযজ্ঞ পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রক্রিয়ার সঙ্গে অবকাঠামোগত, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণসহ অনেক ধরনের কর্মকাণ্ড জড়িত। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির আলোকে গত ১৮ মে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে সরকার। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তফিজুর রহমান গত ২১ জুন সাংবাদিকদের বলেছিলেন, এবার থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আর হবে না।

সর্বশেষ খবর