মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

গাড়ি ভাঙচুরে আসলাম চৌধুরীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে সীতাকুণ্ডে দায়ের হওয়া মামলার বিচার শুরুর অনুমতি দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ আদেশ দেন। ১৮-দলীয় জোটের হরতাল চলাকালীন গাড়ি ভাঙচুরের ঘটনায় এ মামলা হয়।

আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম বলেন, ২০১৩ সালের ১৬ নভেম্বর ১৮-দলীয় জোটের হরতাল চলাকালীন সীতাকুণ্ডের বার আউলিয়া মাজারের সামনে গাড়ি ভাঙচুর, দাঙ্গা ও ত্রাস সৃষ্টির অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে সীতাকুণ্ড থানার এসআই নজরুল ইসলাম মামলাটি করেন।

মামলার এজহারে সালাউদ্দিন কাদের চৌধুরী, আসলাম চৌধুরীসহ ৫২ জনের নাম ছিল। তবে তদন্তের পর ঘটনায় সংশ্লিষ্টতা না থাকায় অভিযোগপত্র থেকে ১০ জনের নাম বাদ দেওয়া হয়। ৪২ জনকে আসামি করে ২০১৪ সালের ১২ এপ্রিল মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত অভিযোগ আমলে নিয়ে চার্জগঠন করে আসলাম চৌধুরীসহ অন্য আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয়। তাছাড়া আগামী ১৯ সেপ্টেম্বর মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ করা হবে।

সর্বশেষ খবর