মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকচাপায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মালবাহী ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার বেড়তলায় গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— জেলা ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক আলী আজম ও সদস্য শাহজাহান মিয়া। তারা জেলা শহরের ঘাটুরা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় খাঁটিহাতা হাইওয়ে পুলিশের একটি দল চাঁদাবাজির উদ্দেশ্যে মহাসড়কের বেড়তলা এলাকায় একটি পাথরবোঝাই ট্রাককে থামার সংকেত দেয়। ট্রাকটি না থামলে পুলিশের এক সদস্য তার হাতের লাঠি ছুঁড়ে মারেন। লাঠিটি ট্রাকের সামনে থাকা চলন্ত মোটরসাইকেলের চাকায় আটকে যায়। মোটরসাইকল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পেছন থেকে ওই ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলে থাকা তিনজন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা হাইওয়ে পুলিশের বিচার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। পরে সরাইল ও সদর থানা পুলিশ বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ। হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার শৈলেন কুমার জানান, চাঁদাবাজির ঘটনা ঠিক নয়। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও অবৈধ যান চলাচল বন্ধে হাইওয়ে পুলিশ এখানে চেকপোস্ট করছিল। নিহতরা মোটরসাইকেলে হেলমেটবিহীন অবস্থায় পুলিশ তাদের থামার নির্দেশ দেয়। তারা না থেমে সামনের দিকে এগুতে থাকে। এ সময় পেছন থেকে ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ ঘটনায় পুলিশের কোনো গাফিলতি রয়েছে কিনা তদন্ত করে দেখা হবে।

সর্বশেষ খবর