মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

অল্পের জন্য রক্ষা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ২২২ যাত্রীর

প্রতিদিন ডেস্ক

সিঙ্গাপুর বিমানবন্দরে একটি উড়োজাহাজ আগুনে ভস্মীভূত হয়েছে। সিঙ্গাপুরের স্থানীয় সময় রবিবার রাত ২টা ৫মিনিটে ফ্লাইট এসকিউ ৩৬৮ বিমানটি ইটালির মিলানের পথে রওয়ানা হয়।

চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আকাশপথে দুই ঘণ্টা ওড়ার পর উড়োজাহাজটির পাইলট একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ার কথা জানিয়ে ফ্লাইট সিঙ্গাপুরে ফিরিয়ে নেওয়ার কথা জানান। সকাল ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করার সঙ্গে সঙ্গেই ডানপাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড (এসআইএ) এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি বিভাগের কর্মীরা দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে ফেলে এবং উড়োজাহাজটির ২২২ জন যাত্রী ও ১৯ ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়। আরোহীদেও কেউ কোনো আঘাত পাননি।

চুয়ান নামের এক যাত্রী বিবিসিকে বলেন, ‘আকাশপথে প্রায় এক ঘণ্টা ভ্রমণ করার পর আমরা গ্যাসের গন্ধ পাওয়া শুরু করি। ইন্টারকমে পাইলট জানান, একটি ইঞ্জিন থেকে তেল চুঁইয়ে পড়ছে, তাই তারা বিমান ঘুরিয়ে সিঙ্গাপুরের দিকে ফিরে যাচ্ছে।’

সর্বশেষ খবর