Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৮ জুন, ২০১৬ ০৩:২১
বিএনপি নেতা কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট
সিজার তাভেলা হত্যা মামলা
নিজস্ব প্রতিবেদক
bd-pratidin

ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল এ অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের ডিসি (উত্তর) শেখ নাজমুল আলম বলেন, চার্জশিট প্রস্তুত করে আদালতে পাঠানো হয়েছে। গত বছর ২৮ সেপ্টেম্বর গুলশানে ইতালির নাগরিক তাভেলা সিজারকে গুলি করে হত্যা করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার দিদার আহম্মদ এক সপ্তাহ আগে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তদন্তে দেখা গেছে হত্যাকান্ডের ঘটনায় পরিকল্পনাকারী ছিলেন পলাতক বিএনপি নেতা এম এ কাইয়ুম। তবে দেশে  থেকে পুরো হত্যাকাণ্ডের সমন্বয়ে ছিলেন তার ভাই মতিন।

এই পাতার আরো খবর
up-arrow