বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

পোশাক খাত চ্যালেঞ্জের মুখে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পোশাক খাত চ্যালেঞ্জের মুখে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায়  বাংলাদেশের তৈরি পোশাক খাত নানা প্রতিকূলতার সম্মুখীন। বৈশ্বিক রাজনীতির কারণে এখন এ খাত চ্যালেঞ্জের মুখোমুখি।  তৈরি পোশাক রপ্তানিতে ভারত সরকার সে দেশের পোশাক খাতে ৪ হাজার কোটি টাকার অর্থ ইনসেনটিভ দিয়েছে। আমাদেরও এ খাতকে সহযোগিতা দিতে হবে। সংসদে গতকাল  বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, আজ সব সূচকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। স্বাধীনতার পর ৭৩৪ কোটি টাকার বাজেট এখন ৩ লাখ ৪০ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। সাড়ে ৭ কোটি মানুষের দেশে খাদ্য ঘাটতি ছিল, এখন ১৬ কোটি মানুষের দেশ খাদ্য উদ্বৃত্ত। খাদ্য এখন রপ্তানি করা হচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল এখন স্বপ্ন নয়, বাস্তব। নিজের যোগ্যতায় প্রধানমন্ত্রী এখন শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক বিশ্বে খ্যাতিমান নেতায় পরিণত হয়েছেন।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, প্রত্যেক দিন ইফতার পার্টিতে অশোভনীয় বক্তব্য দিচ্ছেন খালেদা জিয়া। বক্তব্যেই প্রমাণ হয়েছে বিএনপি নেত্রী এখন হতাশ। দেশে আজ নানা ধরনের ষড়যন্ত্র চলছে। কিন্তু  প্রধানমন্ত্রী দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, এগিয়ে যাবেন। কোনো কিছুই তার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।

সর্বশেষ খবর