বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

এবার বাঁশ নিয়ে গ্রামবাসীর জঙ্গি বিরোধী সভা

নড়াইল প্রতিনিধি

এবার বাঁশ নিয়ে গ্রামবাসীর জঙ্গি বিরোধী সভা

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে জঙ্গিবাদ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাবেশে বাঁশ হাতে অংশগ্রহণকারীর একাংশ —বাংলাদেশ প্রতিদিন

নড়াইলে বাঁশের লাঠি নিয়ে আসা এলাকাবাসীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের সুলতান মঞ্চ চত্বরে সভায় খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, বিপিএম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, জঙ্গিরা তখন সন্ত্রাসী হামলা চালিয়ে উন্নয়ন ব্যাহত করতে চায়। এ ক্ষেত্রে ‘পুলিশ জনতা ভাই ভাই, জঙ্গিদের রক্ষা নাই।’

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) একরামুল হাবিব, যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস প্রমুখ। এ সময় নড়াইলের বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা কমিটি, ছাত্র, যুব, নারী প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ বাঁশের লাঠিসহকারে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর