বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা

ছেলেদের পছন্দ পাঞ্জাবি মেয়েদের সাহারা

ঈদ বাজার বগুড়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ছেলেদের পছন্দ পাঞ্জাবি মেয়েদের সাহারা

ঈদের কেনাকাটায় সব বয়সীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বগুড়ার বিপণি বিতানগুলো। রঙিন পোশাকের ভিড়ে তরুণরা খুঁজছে আধুনিক পাঞ্জাবি, আর তরুণীরা খুঁজছে সাহারা, কিরণমালা, নন্দিনী এবং শেরওয়ানি গলার থ্রিপিস। পাশাপাশি আগের মতোই চাহিদা রয়েছে ভারতীয়, পাকিস্তানি, ব্লক-বাটিকের কাজ করা বিভিন্ন জামার।

বগুড়ার শোরুম থেকে মার্কেটগুলোতে এখন ক্রেতা-দর্শনার্থীর উপচে পড়া ভিড়। অনেক মার্কেটে সামাল দিতে বেগ পেতে হচ্ছে বিক্রেতাদের। ‘দিন যাচ্ছে ঈদের সময় কমে আসছে। যেন খুব বেশি দেরি নেই।’ এসব কারণে বগুড়ায় জমে উঠেছে ঈদের বাজার। শপিং মল থেকে শুরু করে জেলা শহরজুড়ে ঢল নেমেছে মানুষের। পরিবার বা প্রিয়জনের জন্য তারা নতুন পোশাক কেনাকাটা করছেন। বাহারি ডিজাইনের সঙ্গে ঈদে আসা নতুন জামা কিনতে তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত সরগরম থাকছে বগুড়া শহরের বিক্রয় কেন্দ্র। বগুড়া নিউ মার্কেট, জলেশ্বরীতলার শপিং মলগুলোতে কেনাকাটা এখন জমজমাট। শহরের নিউ মার্কেট, শেখ শরিফ উদ্দিন সুপার মার্কেট, জামিল শপিং কমপ্লেক্স, আল আমিন কমপ্লেক্স, হকার্স মার্কেটসহ বিভিন্ন মার্কেটে ক্রেতাদের এ ভিড় দেখা যাচ্ছে। চাহিদা এবং আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে নারী উদ্যোক্তারাও নিজেদের উৎপাদিত বুটিক পণ্য নিয়ে বিপণি সাজিয়েছেন। এর মধ্যে শহরের এসপি ব্রিজ লেনের প্রথমা বুটিক, মালতীনগরের আঁচল, জলেশ্বরীতলার অনন্যা, সুতি সম্ভার, ঠিকানা, শখ, রিমঝিম অন্যতম। এসব বিতানে হাতের তৈরি ও কালেকশনের জামাকাপড় বিক্রি হচ্ছে। বিভিন্ন দামে এসব বিক্রি হচ্ছে। বগুড়ার ঈদের বাজারে তরুণীদের সবচেয়ে বেশি পছন্দ সাহারা, কিরণমালা, নন্দিনী এবং শেরওয়ানি গলার থ্রিপিসের। তরুণী ক্রেতারা নকশা করা বিশেষ ধরনের জামা কিনছে বেশি। বগুড়া নিউ মার্কেটের ব্যবসায়ীরা জানান, শেরওয়ানি গলার থ্রিপিসের চাহিদা এবার বেশি। দেশে তৈরি হলেও ইন্ডিয়ান ও পাকিস্তানি ডিজাইন তরুণীদের প্রথম পছন্দ। ৬০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে শেরওয়ানি গলার থ্রিপিস। নারীদের জন্য আধুনিক পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বগুড়া শহরের এসপি ব্রিজ লেনের প্রথমা বুটিক হাউসের পরিচালক নাসরিন মুস্তাক রিক্তা জানান, আধুনিক এই প্রতিষ্ঠানে ফ্যাশনের ওপর নির্ভর করে পোশাক তৈরি ও বিক্রি করা হয়। ব্লক বাটিকের জামার চাহিদার পাশাপাশি এবার ঈদে ভারতীয় ও পাকিস্তানি থ্রিপিসের সবচেয়ে চাহিদা। নন্দিনী নামের বাটিকের জামারও রয়েছে বেশ চাহিদা। এই শোরুমে ৮০০ থেকে ৭ হাজার টাকার মধ্যে আধুনিক পোশাক পাওয়া যাচ্ছে।

সর্বশেষ খবর