বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

গাইবান্ধার ঘোড়ামারা আজিজসহ ছয়জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য আবু সালেহ মো. আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ পলাতক ছয়জনের বিচার শুরু হয়েছে। অন্য পাঁচ আসামি হলেন-  মো. রুহুল আমিন ওরফে মঞ্জু, মো. আবদুল লতিফ, আবু মুসলিম  মোহাম্মদ আলী, মো. নাজমুল হুদা ও  মো. আবদুর রহিম মিঞা। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী  অপরাধের তিনটি অভিযোগ গঠন করেন। অভিযোগগুলো হলো—হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, গুম, লুটপাট ও অগ্নিসংযোগ। ২ আগস্ট প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর মধ্যদিয়ে এ মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, হূষিকেশ সাহা ও শেখ মুশফিক কবির। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম।  গত বছরের ২৬ নভেম্বর এই ছয়জনের বিরুদ্ধে  গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তবে আসামিরা এখনো পলাতক রয়েছেন।

সর্বশেষ খবর