বুধবার, ২৯ জুন, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

বিহারের ‘সেরা শিক্ষার্থী’ রুবি রাই কারাগারে

প্রতিদিন ডেস্ক

ভারতের বিহারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘প্রথম’ হওয়া রুবি রাইকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। পুনঃপরীক্ষায় ব্যর্থ হলে প্রতারণার অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়। খবর বিবিসির। বিহারের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর দেখা যায় বৈশালী এলাকার বিষ্ণু রায় কলেজের ছাত্রী রুবি প্রথম হয়েছেন।

কিন্তু এক ভিডিও সাক্ষাৎকারে নিজের প্রধান বিষয় পলিটিক্যাল সায়েন্সকে ‘প্রডিক্যাল সায়েন্স’ এবং এটি রান্নাবিষয়ক শিক্ষা দেয় মন্তব্য করে ফেঁসে যান রুবি। ভিডিওটি ভাইরাল হয়ে গেলে পুনরায় রুবির পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় ফেল করার পর তাকে গ্রেফতার করা হয় এবং কর্তৃপক্ষ তার আগের ফল বাতিল করে। যারা ?রুবির পুনঃপরীক্ষা নিয়েছেন তারা সাংবাদিকদের বলেন, “রুবির পারফরম্যান্সে তারা হতবাক। যখন তাকে ভারতের জনপ্রিয় কবি তুলসী দাস সম্পর্কে একটি রচনা লিখতে বলা হয়, তখন তিনি একটি মাত্র বাক্য লিখেছেন ‘তুলসীজি প্রণাম’।” রবিবার তাকে আদালতে হাজির করা হয় এবং ম্যাজিস্ট্রেট ৮ জুলাই পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দেন বলে জানিয়েছে বিবিসি।

সর্বশেষ খবর