বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা

আটজনের সন্ধান মেলেনি দুই দিনেও

র‌্যাব পরিচয়ে অপহরণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় র‌্যাব পরিচয়ে ৮ জনকে তুলে নেওয়ার দুই দিন পরও তাদের সন্ধান মেলেনি। এ অবস্থায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, গত ২৭ জুন শেষ রাতে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ও আজিমনগর ইউনিয়নের ৫ গ্রাম থেকে ৮ জনকে অপহরণ করা হয়। পরিবারের অভিযোগ, র‌্যাব পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহৃতরা হলেন চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামের কাঠ মিস্ত্রি রাধেশ্যাম মণ্ডল (৫৫), একই গ্রামের অটোচালক রবি দাস (২৮), আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের সোহেল মাতুব্বর  (২৫), জুয়েল মাতুব্বর (২৩), ঈশ্বরদী গ্রামের নূর হোসেন (২৮), সোহেল  মিয়া (২২), কররা গ্রামের ইসরাফিল (২৫), ব্রাহ্মণপাড়া গ্রামের সহিদুল ইসলাম (২২)। ভাঙ্গা থানার দ্বিতীয় কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত ভাঙ্গা থানায় কেউ কোনো অভিযোগ করেনি। উল্লেখ্য, একই এলাকা থেকে ২০১১ সালের ৬ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫ জনকে দিনের বেলায় তুলে নিয়ে যাওয়ার পর তারা আজও ফিরে আসেনি। তবে গত ২০১৪ সালের ৯ নভেম্বর ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের সোহেল মাতুব্বর ও জুয়েল মাতুব্বরকে র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার ৭ মাস পর তারা ফিরে এসেছেন। যদিও গত সোমবার এই দুই ভাইকে পুনরায় তুলে নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ খবর